সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩
সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জেসওয়ালের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-সিলেট বিভাগ ও জেলা কমিটির নেতৃবৃন্দ। বুধবার (৬ সেপ্টেম্বর ২০২৩) সিলেটস্থ ভারতীয় হাই কমিশনার অফিসে এই মতবিনিয় সভা অনুষ্ঠিত হয।
এই সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক সাংবাদিক প্রবাল দেবনাথ অপু, সিলেট জেলার আহ্বায়ক নিপু দাস, যুগ্ম-আহ্বায়ক সজল দাস সৈকত, সদস্য সচিব রতন চন্দ্র রায়, যুগ্ম-সদস্য সচিব সুবির রায়, যুগ্ম-সদস্য সচিব সঞ্জয় চক্রবর্তী শুভ্র, কার্যকরী সদস্য পলাশ দাস।
মতবিনিকালে সাংবাদিক প্রবাল দেবনাথ অপু বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) এর কার্যক্রম মাননীয় সহকারী হাই কমিশনারের নিকট তুলে ধরেন এবং বলেন, বাগীশিপ গীতা শিক্ষা প্রচার ও প্রসারের এক অনন্য সংগঠন। মানবমুক্তির শ্রেষ্ঠ পুরুষ যোগলীলাবতার ভগবান শ্রীকৃষ্ণের অমিয় শাশ্বত বাণী শ্রীমদ্ভগবদগীতার প্রচার ও প্রসারের মাধ্যমে আলোকিত ও বিবেকবান সমাজ বিনির্মানে বাগীশিপ নিরলস কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাগীশিপ সামাজিক ও আর্তমানবতার সেবায়ও কর্মকাণ্ড পরিচালনা করছে।
ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জেসওয়াল বলেন, শ্রীমদ্ভগবদগীতা মানবমুক্তির অন্যতম সর্বশ্রেষ্ঠ দর্শন। নিষ্কাম কর্ম, অনাসক্তি, কর্মফল ত্যাগ, সাম্য, গুণাতীত, স্বধর্মসেবা ও ভগবান শ্রীকৃষ্ণে আত্মসমর্পণই গীতার মূলতত্ত্ব। সর্বজীবের প্রতি করুণা ও তাদের কল্যাণ সাধনের কথা গীতায় বলা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে জাগতিক আসক্তি থেকে মুক্ত করেছিলেন এবং তার মাধ্যমে ন্যায় ও অন্যায়ের পার্থক্য তুলে ধরেছিলেন। গীতাজ্ঞান মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে। দেশে-দেশে, মানুষে-মানুষে ও জাতিতে-জাতিতে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের বাতাবরণ সৃষ্টি করে।
সবশেষে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)- সিলেট বিভাগ ও জেলা কমিটির নেতৃবৃন্দ সিলেটে নিযুক্ত ভারতীয় কমিশনার নিরাজ কুমার জেসওয়ালকে বাগীশিপের পক্ষ হতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমীর ফুলেল শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd