সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩
সিলেট নার্সিং কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার (৩ সেপ্টেম্বর) সিলেট নার্সিং কলেজে অধ্যক্ষ শাহিনা বেগমের উপস্থিতিতে নির্বাচিত স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নবম কার্যনিবার্হী পরিষদের নতুন কমিটি গঠিত হয়। বৃহস্পতিবার কমিটির দায়িত্ব গ্রহণ কার্যক্রম অধ্যক্ষ কার্যালয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কমিটির সভাপতি পদে হৃদয় চক্রবর্তী ও সাধারণ সম্পাদক পদে হালিমা আক্তার বিজয়ী হয়েছেন।
কমিটির বাকিরা হলেন- সহসভাপতি আনাছ হোসাইন সাকিব ও আবু সাইদ নিবিড়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কুতুব মিয়া ও সজীব ঘরামী, সাংগঠনিক সম্পাদক অলক বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ ও পুর্ণিমা সুত্রধর, অর্থ সম্পাদক শিমলা রুমি, সহ-অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মো. আবু নোমান, মেহেদী হাসান, রুবাইয়া আক্তার, ফারহানা আক্তার জুলি, তন্নী বেগম, দপ্তর সম্পাদক কাজী রাজী উদ্দিন রাজু, সহ দপ্তর সম্পাদক রকিবুল হোসেন, প্রচার সম্পাদক হরিধন দাস, সহ-প্রচার সম্পাদক ব্রজেশ্বর বিশ্বাস, মো. জুয়েল মিয়া, আফসানা আক্তার জেরিন, আবাসিক শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক মিস সোনিয়া খাতুন, সহ-আবাসিক শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক রাহাত আরা আখন্দ, সানজিদা সুলতানা, ধর্ম বিষয়ক সম্পাদক নুসরাত জাহান চৌধুরী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু রায়হান, বিজ্ঞান ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-বিজ্ঞান ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সানজিদা আক্তার হৃদি, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাদিয়া সুলতানা, সহ-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজনীন জাহান ইমা, রাব্বি জাহান বিউটি, পূর্ণতা কর। এছাড়াও কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন সৌরভ দাস, কাজী রিফাত বিন রহমান, শতাব্দী রায়, আফরিনা আক্তার নোভা, দীপ দাশ, ইয়াছিন মিয়া, সাদিয়া খানম লিপি। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd