সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩
স্পোর্টস ডেস্ক: আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারত। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নতুন কোনো চমক রাখেনি স্বাগতিকরা। এশিয়া কাপের দল থেকে দুজনকে বাদ দিয়ে সাজানো হয়েছে বিশ্বকাপ স্কোয়াড।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।
১৫ জনের দলে রয়েছেন পাঁচ জন ব্যাটার, দুজন উইকেটরক্ষক-ব্যাটার, চার জন অলরাউন্ডার, তিন জন পেস বোলার এবং একজন স্পিনার।এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে তিলক বর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণকে।
আইসিসির নিয়ম নিয়ম অনুযায়ী ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলোকে। সেই মতো আজ দল ঘোষণা করল ভারত। তবে ঘোষণা করা ১৫ জনের দলে চাইলেই পরিবর্তন করা যাবে। মূল দল ঘোষণা করা হবে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে।
ভারতের ১৫ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd