সিলেটে ছুরিকাঘাতে মাছ বিক্রেতা খুন

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

সিলেটে ছুরিকাঘাতে মাছ বিক্রেতা খুন

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর লাক্কাতুরা চা বাগানের একটি রাস্তায় ছুরিকাঘাতে আতাউর রহমান (৩৮) নামে এক মাছ বিক্রেতা খুন হয়েছে। সোমবার সকালে রাস্তা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

নিহত আতাউর কিশোরগঞ্জের অষ্টগ্রামের খয়েরপুর গ্রামের জিতু মিয়ার ছেলে। তিনি নগরীর কুয়ারপার এলাকার সিকান্দার মিয়ার বাসায় ভাড়া থাকতেন বলে স্বজনরা জানিয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন জানান, ঘটনাটির তদন্ত চলছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

তিনি জানান, সকাল ৮টার দিকে লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে আতাউর রহমানকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তিনি জীবিত ছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিহতের ছোট ভাই মতিউর রহমান জানিয়েছেন, তার ভাই সিলেটে মাছের ব্যবসা করতেন। সোমবার সকালে পুলিশ জানিয়েছে তিনি খুন হয়েছেন। মরদেহ গ্রহণ করতে পরিবারের সদস্যরা সিলেটে গেছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..