সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে ডায়মন্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
সোমবার (৩১ জুলাই) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানির সাবেক ডিএডি তৌহিদ হোসেন বাবুর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করেন কোম্পানির সাবেক কর্মকর্তা সম্মা বেগম আফিন্দী, জাহানারা বেগম ও রহিমা বেগম।
লিখিত বক্তব্যে তারা বলেন, ২০১৫ সালে আমরা ৪০ জন নারী কর্মী একসাথে ডায়মন্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে বিভিন্ন পদে নিয়োগ পান। নিয়োগের সময় কোম্পানির ডিএডি তৌহিদ হোসেন বাবু তাদের নিকট থেকে স্বাক্ষর সম্বলিত খালি স্ট্যাম্প ও ব্ল্যাংক চেক জমা রাখেন। পরবর্তীতে তাদের মাধ্যমে করার ২ হাজারের অধিক গ্রাহকের প্রিমিয়ামের প্রায় সাড়ে ৩ কোটি টাকা ভুয়া রশিদ দিয়ে আত্মসাৎ করেন।
পরে বাবু কোম্পানি ছেড়ে দিলে গ্রাহকদের চাপে ঘরছাড়া হন ওই ৪০ নারীকর্মী। পরে বাবুর কাছ থেকে গ্রাহকদের টাকা উদ্ধারে উদ্যোগ নিলে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তার কাছে জমা ব্ল্যাংক চেক দিয়ে মামলা করে হয়রানি করছেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে তৌহিদ হোসেন বাবুর মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd