শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে : তাহিরপুর শান্তি সমাবেশে এমপি প্রার্থী সেলিম

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে : তাহিরপুর শান্তি সমাবেশে এমপি প্রার্থী সেলিম

সুনামগঞ্জ প্রতিনিধি :: দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, দেশকে এগিয়ে নিতে হলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন তারই সুযোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনা। মুসলিম, হিন্দু, খ্রিস্টান,বৌদ্ধ মিলেই বাংলাদেশ আজ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত হয়েছে। আর এটা সম্ভব হয়েছে একমাত্র জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত প্ররিশ্রম ও সঠিক নেতৃত্বের কারনে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে পূনরায় জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে হবে।

বিএনপি জামাত অশুভ শক্তির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্র মূলক অপরাজনীতির বিরুদ্ধে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমদের নেতৃত্বে এ শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রায় মিছিলে মিছিলে অংশ গ্রহণ করেন নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১২টায় তাহিরপুর সদর বাজারে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা আনুষ্ঠানিক ভাবে শুরু হলেও সকাল থেকেই দলে দলে মিছিলে মিছিলে নৌকায় ও বিভিন্ন যান বাহনে করে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ হাজার হাজার নারী পুরুষ সেলিম আহমদের ডাকে শান্তি সমাবেশে এসে মিলিত হন। কানায় কানায় মানুষের ভীরে বড়ে উঠে তাহিরপুরের বাজার এলাকার চারপাশ। বেলা ১২টায় সমাবেশস্থল অনেকটাই পূর্ণ হয়ে যায়। এসময় উন্নয়ন শোভাযাত্রায় মিছিলে মিছিলে নেতাকর্মীদের ঢল নামে। অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার নারী পুরুষেরা।

উন্নয়ন শোভাযাত্রা শেষে জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের এমপি প্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী মো: সেলিম আহমদ শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেন সমাবেশে । তিনি আরও বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক। শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে তা কুচক্রী মহল মেনে নিতে পারছে না। তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবেলা করতে দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। সেলিম আহমেদ আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, আগামীতে তা অব্যাহত রাখার স্বার্থে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সুনামগঞ্জ ১ আসনে সঠিক ব্যাক্তিকেই নৌকার মনোনয়ন দেওয়া হবে। বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে তিনি উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকার মনোনয়ন দিবেন এমন আশাবাদ ব্যক্ত করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..