পালিয়ে ভারতে গেল বড়লেখার হত্যা মামলার আসামি

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

পালিয়ে ভারতে গেল বড়লেখার হত্যা মামলার আসামি

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় গর্ভবতী নারী (২৪) হত্যার ঘটনায় জড়িত পলাতক আসামি মোহাম্মদ আলী (২৯) গ্রেপ্তার এড়াতে পাশ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে বলে জানা গেছে। মোহাম্মদ আলী উপজেলার ৯ নং সুজানগর ইউনিয়নের ভাড্ডা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সোনাহর আলী। গত ২৩ জুলাই সে ভারতে পালিয়ে যায়। তার পরিবার ও স্বজনেরা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বড়লেখা থানার ওসি মো. ইয়াসিনুল হক বলেন, মোহাম্মদ আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছিল। শুনেছি সে ভারতে পালিয়ে গেছে। তাকে দেশে ফেরানোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দেশে এনে তার বিচার কার্যক্রম পুনরায় শুরু করা হবে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ মোহাম্মদ আলী এক গর্ভবতী নারীকে রক্তদান করেন। তবে ওই রক্ত নারীর শরীরে প্রবেশ করানোর পর থেকে নারীর অবস্থা আশঙ্কাজন হয়ে যায়। নারীর স্বজনরা দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। ভর্তির কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে (নারীকে) মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নারীর পরিবারের পক্ষ থেকে গত ২৪ মার্চ মোহাম্মদ আলীকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। মামলার পরপরই পুলিশ আলীকে গ্রেপ্তারের জন্য সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করে। কিন্তু আলী আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। এরমধ্যে গত ২৩ জুলাই গ্রেপ্তার এড়াতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পাশ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যায় মোহাম্মদ আলী।

এদিকে গর্ভবতী নারীর ভাসুর (নিহত নারীর স্বামীর বড় ভাই) মামলার বাদী মো. শহীদ মিয়া বলেন, মোহাম্মদ আলীর রক্ত আমার স্ত্রীর শরীরে দেওয়ার পর পরই তার অবস্থা আশঙ্কাজন হয়ে যায়। তাই তার মৃত্যু হয়। পরে পরিবারের সকলের সাথে আলোচনা করে আমি হত্যা মামলা করেছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..