মিথ্যা গুজবে ওসমানী মেডিকেলে আতঙ্ক : আনসার সদস্যদের ভূমিকা প্রশ্নবিদ্ধ

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৩

মিথ্যা গুজবে ওসমানী মেডিকেলে আতঙ্ক : আনসার সদস্যদের ভূমিকা প্রশ্নবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক :: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর আগুন আতঙ্কে রোগীদের দৌড়ঝাপ শুরু হয়। কিন্তু আগুন বা অন্য কোন দূর্ঘটনা ঘটেনি। 

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ চলে যাওয়াতে মেডিকেলের নিচ তলায় লিফটের ভিতর আটকা পড়ে একটি লোক সে সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল দিয়ে আতঙ্ক বিরাজ করে। পরে এক মিনিটের মধ্যে লিফট খোলা হলে সে বেরিয়ে যায়। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন সাথে সাথে মেডিকেলে পৌঁছেছেন। সেখানে ওই অভিযোগকারী লোককে আর খুঁজে পায়নি তারা। ফায়ার সার্ভিসের গাড়ীর শব্দে হাসপাতাল জুড়ে আতঙ্ক বিরাজ করে। এতে মেডিকেলের নিচ তলায় শত শত লোক জড়ো হলে দেখা মিলেনি কোন আনসার সদস্যের।

আতঙ্কিত লোকজনকে সামাল দিতে হিমসিম খেতে হয়েছে সিকিউরিটি ইনচার্জ আব্দুল জব্বারকে। দেখা গেছে মেডিকেলের ভিতর ফায়ার সার্ভিসের গাড়ী প্রবেশের সময় যানযট সৃষ্টি হয়। তখন জব্বার গাড়িগুলোকে সাইট করতে দৌড়ে যান এবং তার পায়ে আঘাত লাগে। এসময় একটি আনসার সদস্য তাকে সহযোগিতা করতে আসেনি।

একটি মিথ্যা ঘটনায় মেডিকেলে নিয়োজিত আনসার সদস্যদের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেছে সকলকে।

ফায়ার সার্ভিসের লোকজন চলে যাওয়ার পর একজন আনসারকে দেখা যায়। সত্যিকার অর্থে কোন দূর্ঘটনা হতো তখন আনসারদের দায়িত্ব অবহেলার কারণে বড় ধরণের ক্ষতির সম্মুখীন হতো হাসপাতাল।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ওয়ার্ড মাস্টার রওশন হাবিব বলেন, হাসপতালে কোন ধরনের দূর্ঘটনা ঘটেনি। রোগীর সাথের এক লোক ফায়ার সার্ভিসকে কল দিয়ে আতঙ্ক ছড়ায়।

ওয়ার্ড মাস্টার সোহেল ও জীবন রায় দীপ বলেন, ফায়ার সার্ভিসের লোকজনের উপস্থিতি দেখে আমরা সেখানে যাই এবং প্রতিটি লিফট খুলে চেগ করি কিন্তু কোথাও কাউকে আটকা পড়তে দেখা যায়নি। ওই গুজব ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিবে ফায়ার সার্ভিস।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..