সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৩
জৈন্তাপুর প্রতিনিধি::প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী, দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অভ্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবাও আওয়ামীলীকে বিজয়ী করতে হবে, এগিয়ে নিতে হবে আমাদের দেশকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সরকার দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তৃণমুল পর্যায়ে অনেক উন্নয়ন মুলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে এবং আগামীতেও তা চলমান থাকবে।
১৮ জুলাই মঙ্গলবার সকালে জৈন্তাপুরে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নিমার্ণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত চা-শ্রমিক ও বিভিন্ন জটিল ও ক্যানসার রোগে আক্রান্ত রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা নিবার্হী অফিসার (অতিরিক্ত) রিপামনি দেবীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তিয়া ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মা, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ।
উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন’র সঞ্চালনায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেযারম্যান সুলতান করিম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধূরী, উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসানুল হক হুসনো, নিজপাট ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া । এছাড়া অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ৩০ জন জটিল ক্যানসার রোগী-কে ৫০ হাজার টাকা করে অনুদান, ৮৮৬ জন চা শ্রমিকদের মধ্যে ৫ হাজার টাকা করে সহায়তা সহ ৫৬ লক্ষ টাকা বিতরণ এবং চা-শ্রমিকদের মধ্যে দু’টি বসত বাড়ির চাবি হস্তান্তর করে প্রধান অতিথি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd