সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক :: বিয়ানীবাজারে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর দাবী স্ত্রী আত্মহত্যা করেছেন, তবে গৃহবধূর পরিবারের দাবী তাকে করা হয়েছে হত্যা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেই গৃহবধূর নাম ফাহমিদা আক্তার(২৪)। সে উপজেলার জমির উদ্দিনের ছেলে আবিদুর রহমানের স্ত্রী। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
আটকের আগে স্বামী আবিদুর রহমান জানান, বিয়ের তিন বছর হয়েছে এখন ও পান নি কোন সন্তান। এ নিয়ে পরিবারে ঝগড়া-বিবাধ লেগেই থাকতো। মঙ্গলবার(১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার সময় স্ত্রীর সাথে ঝগড়া হয় তার। এরপর সে রুম থেকে বেড়িয়ে গেলে স্ত্রী ঘরের দরজা লাগিয়ে দেন। এর ঘন্টা খানেক পর আনুমানিক রাত ৪ টার সময় ডাকাডাকি করার পর ও স্ত্রী দরজা না খোলায় দরজা ভেঙ্গে দেখেন স্ত্রী ফ্যানের রডের সাথে ঝুলে আছেন।
এদিকে আত্মহননকারী ফাহমিদার পিতা জমির উদ্দিন অভিযোগ করেন তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি জানান পরিবারের অমতে গেল তিন বছর আগে প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে যায় তারা। পরে মেয়ের দিকে চেয়ে জাত-মত সব বিসর্জন দিয়ে তারা এই বিয়ে মেনে নেন। কিন্তু বিয়ের পর থেকে ফাহমিদাকে নির্যাতন করা হচ্ছে পরিবারে। তিনি দাবী করেন ফাহমিদা আত্মহত্যা করে নি, তাকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে বুধবার সকাল ১০ টার সময় ঘটনাস্থলে যায় বিয়ানীবাজার থানা পুলিশ। গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানি হাসপাতালের মর্গে প্রেরন করে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানান, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানি হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার দায়ে স্বামীকে আটক করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd