ফ্রেশ কোম্পানির বস্তায় ভারতীয় চিনি, ২ চোরাকারবারি গ্রেফতার

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৩

ফ্রেশ কোম্পানির বস্তায় ভারতীয় চিনি, ২ চোরাকারবারি গ্রেফতার

জসিম উদ্দিন, জকিগঞ্জ :: বাংলাদেশি একটি কোম্পানির মোড়কে ভারতীয় ২৫০ বস্তা চিনি চোরাচালানকালে জব্দ করেছে পুলিশ। এসময় দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত মধ্যরাতে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ঘাটের বাজার থেকে এসব বস্তা জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত দুই চোরাকারবারি হলেন- নাটোর জেলার সদর থানার হুগলবাড়ীয়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. ফিরোজ হোসেন (৪০) ও মৌলভীবাজার জেলার বড়লেখা থানার হাটবন গ্রামের মৃত আলতাব আলীর ছেলে মো. জালাল মিয়া (২৮)।

জেলা পুলিশের সহাকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে জকিগঞ্জ থানাপুলিশের একটি টিম ডিউটিকালে খবর পায়- কানাইঘাটের ভারতীয় সীমান্ত এলাকা হতে একটি ট্রাকভর্তি ভারতীয় চিনি অবৈধভাবে পরিবহন করে ঘাটের বাজার হয়ে মৌলভীবাজারের দিকে রওনা হয়েছে। তাৎক্ষণিক এই টিম অভিযান চালিয়ে জকিগঞ্জের ঘাটের বাজারে চেকপোস্ট বসিয়ে ভছারতীয় চিনিভর্তি সেই ট্রাক জব্দ করে। ট্রাকে ২৫০ বস্তায় মোট ১২ হাজার ২ শ কেজি ভারতীয় চিনি ছিলো। চিনিগুলো বাংলাদেশের কোম্পানি ফ্রেশ-এর বস্তায় মোড়ানো ছিল।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন এর দিক নির্দেশনায় অভিযানকালে চোরাকারবারি ফিরোজ ও জালালকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতার দেখানো হয়।

পুলিশ জানায়- একটি চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশি বস্তায় অবৈধভাবে ভারতীয় চিনি দেশের নিয়ে এসে বিভিন্ন স্থানে পাঠাতো। গ্রেফতারকৃত দুজন ওই চক্রের সক্রিয় সদস্য।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..