ছাতকে শরীরে কাদা লাগায় ৩ জনকে আ হ ত করলো সন্ত্রাসীরা

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৩

ছাতকে শরীরে কাদা লাগায় ৩ জনকে আ হ ত করলো সন্ত্রাসীরা

ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জে সিএনজি অটোরিকশা দিয়ে যাওয়ার পথে কাদা ছিটকে পড়ায় চালক ও যাত্রীকে চাকু দিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

বুধবার (১২জুলাই) রাত আটটার দিকে গোবিন্দগঞ্জের শাহজালাল আবাসিক (দিঘলী হাজীবাড়ী) এলাকায় দক্ষিণ চাকলপাড়া গ্রামের কামাল মিয়া’র ছেলে সুমন, শুকুর আলী ও সুজনসহ আরও কয়েকজন সন্ত্রাসীরা এলোপাতাড়ি চাকু দিয়ে আহত করে যাত্রীসহ চালককে। আহত যাত্রী লোকমান ও চালক জাবেদ ওসমানী মেডিকেল চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় গোবিন্দগঞ্জে আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিএনজি অটোরিকশা চালকরা।

জানা যায়, সিএনজি অটোরিকশা দিয়ে যাত্রী লোকমান তার আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। রাস্তায় গর্ত থাকায় যাওয়ার পথে সুমন, শুকুর আলী ও সুজনের গায়ে ছিটকে কাদা লাগে। তাৎক্ষণিক সিএনজি চালক জাবেদ ক্ষমা চায়। পাশাপাশি যাত্রী লোকমান গাড়ী থেকে নেমে হাতে ধরে ক্ষমা চায় কিন্তু সন্ত্রাসীরা ক্ষমা না করে গালিগালাজ করে চালককে মারধর ও চাকু দিয়ে আহত করে। এসময় যাত্রী লোকমান ও অজ্ঞাত আরেক যাত্রী ভয়ে দৌঁড়ে তাদের আত্মীয়ের বাসায় গিয়েও রক্ষা পাননি। তাদের বাসায় গিয়ে এলোপাতাড়ি চাকু দিয়ে আহত করে সন্ত্রাসীরা।

এদিকে, জাবেদ সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অট্রোরিক্সা শ্রমিক ইউনিয়ন (১৬৯৩) এর সদস্য হওয়াতে সিএনজি চালকেরা আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে সুনামগঞ্জ জেলার সাবেক ছাত্রলীগ নেতা ও পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অট্রোরিক্সা শ্রমিক ইউনিয়ন (১৬৯৩) এর সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম জানান, যদি আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টার ভিতরে চিহ্নিত আসামীদের গ্রেফতার করা না হয় তবে রাস্তা নেমে অবরোধ করবে ।

ছাতক থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানান, বিষয়টা জেনেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..