কোম্পানীগঞ্জে ঝড়ের কবলে নৌকাডুবি, নিখোঁজ ১

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৩

কোম্পানীগঞ্জে ঝড়ের কবলে নৌকাডুবি, নিখোঁজ ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বড় হাওরে নৌকা ডুবে ফরিদ মিয়া (৪৩) নামের এক যুবক নিখোঁজ। বুধবার (১২জুলাই) ভোর ৫টায় লম্বাকান্দির পশ্চিম হাওরে এ ঘটনা ঘটে।

ফরিদ মিয়া উপজেলার পশ্চিমইসলাম পুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত্যু ছায়েব আলীর পুত্র। তিনি দুই ছেলে ও মেয়ে সন্তানের জনক।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া বলেন, সকাল ভোরে লম্বাকান্দি গ্রাম হতে চেলাগাঙে চুনাপাথরের কাজের উদ্দেশ্যে ৪৫ জন শ্রমিক নৌকা দিয়ে যায়, লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে আফালে (ঢেউ) নৌকা ডুবে যায়। এর মধ্যে ৪৪জন উদ্ধার বাকি ১জন ফরিদ মিয়া’কে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা ঘটনাস্থলে আছি, তাকে উদ্ধার কাজ চলছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং নিখোঁজের সততা নিশ্চিত করে জানান, জনপ্রতিনিধিগণ ঘটনাস্থলে রয়েছেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশের পাশাপাশি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সন্ধান চালানো হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।তিনি বলেন, কোম্পানীগঞ্জ থেকে ছাতক যাওয়ার পথে বড় হাওরে ঝড়ের কবলে নৌকাডুবে নিখোঁজ হয়েছেন ফরিদ মিয়া। তাকে উদ্ধার করতে কাজ চলছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..