সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই হচ্ছে জনপ্রতিনিধিদের প্রধান কাজ।
কিন্তু কিছু টাউট-বাটপার উন্নয়নকে বাঁধাগ্রস্থ করছে। রাজনীতিতে বর্তমান সময়ে সৎ রাজনীতিবীদের বড়ই অভাব, কৌশলে সৎ ব্যক্তিদের পেছনে ফেলে অসৎরা সামনে এগিয়ে এসেছে। তাই সংবিধান অনুযায়ী নয়, বর্তমানে রাষ্ট্র পরিচালিত হচ্ছে একটি সিন্ডিকেটের মাধ্যমে। আর এসব সিন্ডিকেটের সাথে অনেক মন্ত্রী জড়িত আছেন।
মন্ত্রীরা জনগণের পকেট কাটায় যুক্ত হলে জনগণ কোথায় যাবেন।
তিনি মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভোলাগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ রেদওয়ান আহমদ, গজল পরিবেশন করেন হাফিজ মুহিব উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফিজ শফিকুর রহমান।
ভোলাগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রবাসী আব্দুস ছত্তারের সভাপতিত্বে ও খাজাঞ্চীগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জমসের আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার সফিক মিয়া, চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, জজ কোর্টের আইনজীবি রুকন উদ্দিন সর্দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা সরওয়ার হোসেন সোনাফর, ওয়াহাব আলী, মাহমুদ আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ফুলমালা বেগম, মেম্বার রইছুল ইসলাম, এলাহাবাদ আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হরমুজ আলী। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd