সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৩
তাহিরপুর প্রতিনিধি :: “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও ”এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছোট-বড় ২৩ টি হাওরের আগামী বোর ফসল বিনষ্ট করার লক্ষ্যে মাহারাম-শান্তিপুর নদীর মুখে জমাট বালি অবৈধ ভাবে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৯ জুলাই) দুপুরে তাহিরপুর পূর্ব বাজারে আমরা হাওরবাসী এর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রায় মাসখানেক ধরে প্রতিদিন রাতে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন চলছে। যা হাওর বাসীর আগামী বোরো ফসল রক্ষায় একমাত্র গলার কাটা হয়ে দাড়িয়েছে।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,এখলাছুর রহমান তারা, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদ নুর, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মাশুক, উপজেলা কৃষক লীগের আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন । সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ প্রায় ৫ শতাধিক কৃষক জনতা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাশুক মিয়া, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন সহ উপজেলা আওয়ামীলীগের শীর্ষ দুই নেতাকে ইঙ্গিত করে অবৈধভাবে বালি উত্তোলনের নেতৃত্বে রয়েছেন বলে অভিযোগ তুলে বক্তব্য প্রদান করেন। এই বালু খেকো ইউপি চেয়ারম্যান মাশুক মিয়াসহ তার সহযোগীদের শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের কাছের লোক পরিচয় দিয়ে তিনি এলাকায় ত্রাসের রামরাজত্ব কায়েম করছেন। এমপির নাম ভাঙ্গিয়ে ইউপি চেয়ারম্যার চক্রের সদস্যরা রয়েলটির নামে হাতিয়ে নিচ্ছে দৈনিক লাখ লাখ টাকা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd