সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে বিশ্বনাথ উপজেলার রাজীবাড়ী, তালিবপুর গ্রামে দুলাল মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সরকারবিরোধী কর্মকান্ডের জের ধরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বনাথ থানা শাখার প্রচার সম্পাদক দুলাল মিয়ার বাড়িতে গতকাল বিকেলে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কবির, রাহেল ও আলামিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। প্রথমে তারা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন দুলাল মিয়ার মা কয়রুন নেছা (৬৫) ঘর থেকে বেরিয়ে আসলে তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জোরপূর্বক ঘরে ঢুকে দুলাল মিয়াকে খুঁজতে থাকে। তখন তারা দুলাল মিয়াকে না পেয়ে ঘরে ব্যাপক ভাংচুর করে। দুলাল বাড়িতে নেই জানালে তারা ক্ষিপ্ত হয়ে কয়রুননেছাকে মারধর করে। তখন তিনি চিৎকার করলে তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। এতে কয়রুন নেছার মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে যাবার সময় ধামকি দিয়ে যায়, দুলালকে তাদের হাতে তুলে দিতে হবে। দুলাল সরকারবিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত রয়েছে। দুলালকে যেখানে পাবে তাকে হত্যা করবে। পরে প্রতিবেশীরা গুরুতর আহত কয়রুননেছাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে কিছুই জানেন না। কেউ অভিযোগও নিয়ে আসেনি। অভিযোগ পেলে দেখা যাবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd