সিলেট ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ইজারা বহির্ভূত ঢালারপার এলাকা থেকে বালু উত্তোলনে জড়িত প্রভাবশালীদের হামলার শিকার হয়েছেন স্থানীয় বালু ভূমির মালিক মাসুক চৌধুরী। সন্ত্রাসী কায়দায় বেদড়কভাবে লাটিসোটা, রট,কাঠ, রামদা দিয়ে মারাত্মক জখমী করে সংকটাপন্ন অবস্থায় আহতকে ফেলে হামলাকারীরা দ্রুত স্হান ত্যাগ করে। হামলার শিকার ভুক্তভোগীর পক্ষে মামলা দায়ের করেছেন কোম্পানীগঞ্জ থানায় আহতের ভাই। মামলা নং-৩ জি আর ১১৯.তাং-০৩/০৭/২৩ ইং।
দক্ষিণ ঢালারপার নিবাসী হামলায় আহত মাসুক চৌধুরীর ভাই সুজন চৌধুরীর দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, স্হানীয় প্রভাবশালী চক্র জাহাঙ্গীর, বাবুল, তোফাজ্জল, কবির,বাক্কার সিদ্দিক, রুপা মিয়া,জসিম,শফিকুল, আশাদুল, এরশাদুল, রতন মিয়া,আজিজুলসহ মোট ২৯ জনের নামোল্লেখ করে মামলা করা হয়েছে কোম্পানীগঞ্জ থানায়। এতে অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ এজাহারনামীয় ২ জন আসামীকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছেন। আটককৃত আসামীরা হলো উপজেলার দঃ ঢালার পার গ্রামের মিজান মিয়ার ছেলে শফিক ও রুপচান মিয়ার ছেলে আসাদুল।
এজাহার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বাদীর রেকর্ডকৃত ভূমি জবরদখল করে লিস্টার মেশিন দিয়ে বালু লুটপাট করে বড় বড় স্টিলবডি ভর্তি করে রাতের আঁধারে নিয়ে যাচ্ছে । এতে বারংবার নিষেধ বাধা দেয়া স্বত্বেও প্রভাব খাটিয়ে হুমকি দিয়ে বালু লুটপাট অব্যাহত রেখেছে চক্রটি । এমতাবস্থায় গত ০২ জুলাই রাতে ভূমি মালিক সদস্য মাসুক চৌধুরী দক্ষিণ ঢালারপার এলাকায় স্হানীয় তার ব্যক্তিগত ব্যবসায়ী অফিসে থাকাবস্হায় উল্লেখিত বালু খেকো চক্র হামলে পড়ে। হামলায় অফিসকক্ষ ভাংচুরসহ মারাত্মক আহত করে মাসুক চৌধুরীকে। আহতাবস্থায় স্হানীয় স্বাস্স্যকমপ্লেক্সে চিকিৎসা শেষে সিলেট ওসমানীত চিকিৎসারত বলে জানা গেছে।
প্রতিকার চেয়ে আহতের ভাই বাদী হয়ে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে প্রাণনাশসহ নিজ রেকর্ডকৃত ভূমি থেকে জোরপূর্বক প্রায় কোটিটাকার বালু নগদ তিন লক্ষ টাকা লুটপাট করে নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন দুজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd