সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম।
সোমবার (১৯ জুন) দুপুরে জামালপুর প্রেস ক্লাবে নাদিমের শোকসভা ও মিলাদ মাহফিলে সন্তানদের নিয়ে উপস্থিত হয়ে তিনি এ কথা জানান।
মনিরা বেগম বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আপনারা যেভাবেই হোক আমাকে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবেন। আমি তার সঙ্গে কথা বলতে চাই। আমার স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামীর জন্য রাষ্ট্রীয় মর্যাদা চাই।
তিনি বলেন, আমার ছেলে অথবা মেয়ে কোনো সাংবাদিককে যদি পরিচয় দেয় তাহলে যেন একটু সহযোগিতা করা হয়।
এছাড়া স্বামী হত্যার বিচার যতদিন শেষ না হয় ততদিন সাংবাদিকদের পাশে থাকার অনুরোধ জানিয়ে মনিরা বেগম বলেন, আমার স্বামী কত বলতো আমাকে প্রেস ক্লাবে আসতে। কিন্তু আসতাম না। আজ আমার স্বামী মারা যাওয়ার পর এখানে এসে বিচার চাইতে হচ্ছে।
সাংবাদিক নাদিমের শোকসভায় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাদিম গত বুধবার রাত ১০টার দিকে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে রাত ১০টায় তার মরদেহ পৌর শহরের বাসায় আসে।
শুক্রবার সকাল ১০টায় বকশীগঞ্জ নুর মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও গুমেরচর জিগাতলা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের বাড়ি নিলাক্ষিয়া ইউনিয়নে গুমেরচরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd