সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুন ৬, ২০২৩
বিয়ানীবাজার প্রতিনিধি :: সিলেট জেলার বিয়ানীবাজারে তুচ্ছ ঘটনার জেরে এক আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর শুক্রবার (২ জুন) রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত আওয়ামীলীগ নেতা জয়নুল ইসলাম (৪৫) ঐ এলাকার মৃত আব্দুল বারীর পুত্র। তিনি কুড়ারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। একটি সামাজিক সংঘটনের নের্তৃত্বের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত আঙ্গুরা মোহাম্মদপুর তরুন সংঘের সভাপতি এনায়েত হোসেন ও ছাত্রদল নেতা ইমরান আহমদকে খুঁজছে পুলিশ। অভিযুক্ত এনায়েত হোসেন (৩৮) উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের আব্দুশ শহীদের পুত্র এবং ইমরান আহমদ একই এলাকার ফয়জুল হকের পুত্র। স্থানীয়রা জানান, কুড়ারবাজার ইউনিয়নের প্রাচীন সামাজিক সংঘটন আঙ্গুরা মোহাম্মদপুর তরুন সংঘের নের্তৃত্ব নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো।
শুক্রবার সকালে সংঘটনটির কার্যালয়ে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে মিটিং হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি নির্বাচনকে কেন্দ্র করে সংঘের সভাপতি এনায়েত হোসেনের চাচা আব্দুল ওয়াহেদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সাবেক সাধারন সম্পাদক স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা জয়নুল ইসলাম। পরে বিষয়টির মীমাংসা হলেও এর জের ধরে দুপুরের দিকে জয়নুলের উপর হামলা চালান এনায়েত হোসেন ও তার পক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় জয়নুলকে প্রথমে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতেই তিনি মৃত্যুবরন করেন। নিহত জয়নুলের পরিবারের দাবী, এনায়েত ও ইমরান এই হত্যাকান্ডের সাথে জড়িত।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানান, হত্যার ঘটনায় নিহতের চাচাতো ভাই বাদী হয়ে এনায়েত হোসেন, ইমরান আহমদসহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd