গোলাপগঞ্জে মাছ চাষে সেলিম জমিদারের বাজিমাত

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

গোলাপগঞ্জে মাছ চাষে সেলিম জমিদারের বাজিমাত

মোঃ রায়হান হোসেন :: দীঘির বদ্ধ পানিতে লাফালাফি করছে বাহারি রঙের মাছ যা দেখে যে কারোর জুড়াবে চোখ। শখের বসে মাছ চাষ শুরু করলেও এখন একজন উদ্যোক্তা হিসেবে সফল হতে পেরেছেন গোলাপগঞ্জ উপজেলার ১১নং শরিফগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওতাধীন অবহেলিত পনাইরচক গ্রামের আব্দুর রহিম জমিদারের পুত্র প্রবাসী সেলিম জমিদার।

তিনি প্রায় ৩৫ বছর যাবৎ দুবাই ছিলেন। সেলিম জমিদারের পরিবারের মোট সদস্য সংখ্যা ৩৫ জন। বড় ভাই ইসলাম উদ্দিন, নুরুল হক, ময়নুল হক, ঈমানী মিয়া ও সেলিম জমিদারের ১৪০ কিয়ার জমির মধ্যে প্রায় ৩০ কিয়ার জমি জুড়ে এক বিশাল দীঘিতে প্রায় ৩০ লাখ টাকার মাছের পোনা ছেড়েছেন তিনি। তিনি শখের বসে করলেও এখন তা বাণিজ্যিকভাবে চাষ করছেন বলে স্বপ্ন দেখছেন তিনি।

২০২০ সালে ৭ কিয়ার জমিতে মাছ চাষের যাত্রা শুরু করলেও বর্তমানে প্রায় ৩০ কিয়ার জমিতে কয়েক প্রজাতির মাছ চাষ করছেন সেলিম জমিদার। ফলে গ্রামে সৃষ্টি হয়েছে অর্ধশতাধিক অসহায় মানুষের কর্মসংস্থান।

পনাইরচক গ্রামের একাধিক লোকজন জানান- সেলিম জমিদারের এই খামারে মাধ্যমে গ্রামের অর্ধশতাধিক অসহায় মানুষের কর্মসংস্থানের সুবিধা হয়েছে যা নিসন্দেহে ভালো কাজ। তারা সেলিম জমিদারকে তার জন্য সাধুবাদ জানাচ্ছেন এবং সেলিম জমিদারকে সরকারি সহযোগিতা প্রদান করার জন্য সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তর ও গোলাপগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের নিকট আহ্বান জানিয়েছেন।

সফলতার গল্প তুলে ধরে সেলিম জমিদার বলেন- আমার এই দীঘিতে প্রায় কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে যা দেখলে চোখ জুড়াবে সবার তবে দুঃখের বিষয় আমার এই খামারে মাছ চাষে এখনও পর্যন্ত কোন মৎস্য কর্মকর্তার সহযোগিতা পাই নি। বিভিন্ন সময়ে মাছের সাধারণত পাখনা ও ফুলা-পঁচা রোগ হয় আী উকুনের আঘাতে ক্ষত তৈরি হয়। সেগুলো নিজ অভিজ্ঞতায় পরিমাণমতো লবণ, পটাশ, ফিটকিরি আর চুন ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছি। সরকারি সহযোগিতা পেলে এসব মাছ আমি বিদেশে পাঠাতে চাই।

বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের আওতাধীন সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তর ও গোলাপগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তাবৃন্দের সহযোগিতা কামনা করে সেলিম জমিদার বলেন- আপনারা দয়া করে আমার দীঘি পরিদর্শন করে আমাকে মাছ চাষে সহযোগিতা করেন।

পরিশেষে তিনি আরোও বলেন- আমার ইচ্ছে আমি গ্রামের মানুষের ও দেশের সেবা করবো তাই আমি বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের আওতাধীন সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তর ও গোলাপগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তাবৃন্দের নিকট আকুল আহ্বান জানাচ্ছি আপনারা আমাকে সরকারি সহযোগিতা প্রদান করে দেশবাসীর কল্যাণে নিয়োজিত থাকার সুযোগটুকু করে দিন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..