বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দুটি গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হয় দুই চোর।
গরু দুটি উপজেলার দৌলতপুর ইউনিয়নের উজাইজুড়ি গ্রামের আহমদ আলীর পুত্র মাসুক আহমদ। গত বৃহস্পতিবার গভীর রাতে চুরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে ষাড় দুটি নিয়ে পালিয়ে যায়।
চোরেরা ছাতক থানার বানারসি এলাকা পৌছালে সেই এলাকার জনতা তাদেরকে ধাওয়া করলে চোর চক্রের সদস্য আব্দুল্লাহ আল মামুন উরফে মামুন মিয়াকে আটক করতে সক্ষম হয়। তার সাথে থাকা আরো দুজন পালিয়ে যায়।
পরে আটক চোরকে জনতা সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের হাতে সোপর্দ করে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ চোর মামুন মিয়া ও গরু দুটি উদ্ধার করে নিয়ে আসে এবং তার দেয়া তথ্য মতে অপর চোর আসকন্দর আলীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার মৌলভীরগাঁও গ্রামের মাহমুদ আলীর পুত্র আব্দুল্লাহ আল মামুন ও কাজিরগাঁও গ্রামের মৃত ওয়াহাব আলীর পুত্র আসকন্দর আলী। চোর দু’জনের বিরুদ্ধে ৪৫৭/৩৮০/৪১১ ধারায় বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে জেলে হাজতে পাঠানো হয়েছে। (মামলা নং-০৬/২৩ইং)।
Sharing is caring!