বিশ্বনাথে আব্দুল বাসিত হত্যার ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মে ১৯, ২০২৩

বিশ্বনাথে আব্দুল বাসিত হত্যার ঘটনায় মামলা দায়ের

সিলেটের বিশ্বনাথ উপজেলায় আলোচিত আব্দুল বাসিত হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৭/০৫/ ২০২৩ ইং তারিখে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরাটিলাপাড়া গ্রামে পতিপক্ষের হামলায় খুন হন আব্দুল বাসিত। এঘটনায় পরদিন ১৮/০৫/২০২৩ ইংরেজী তারিখে নিহতের ভাই শাহীন মিয়া বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন, সুমন মিয়া (২৭), পিতা- মৃত নামর মিয়া স্থায়ীঃ গ্রাম টেংরাটিলাপাড়া), উপজেলা/থানা বিশ্বনাথ, জেলা-সিলেট, বাংলাদেশ, মোঃ জাহেদ আহমদ (২১), পিতা- মোঃ মাসুক মিয়া, স্থায়ীঃ গ্রাম-বেতসান্দি, ছনখাড়ীগাঁও, উপজেলা/থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, বাংলাদেশ, সামাদ মিয়া (২৬), পিতা মৃত তছলিম মিয়া, স্থায়ী। গ্রাম টেংরাং টিলাপাড়া), উপজেলা/থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, বাংলাদেশ, কাইয়ুম মিয়া (৩৮) পিভা মৃত তছলিম মিয়া, স্থায়ীঃ গ্রাম-টেংরাটিলাপাড়া), উপজেলা/থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট বাংলাদেশ, আহাদ মিয়া(৫০), পিতা- মৃত আব্দুল স্বত্তার।

এই মামলার ২নং আসামি হলেন বিশ্বনাথ উপজেলার বেতসান্দি ছনখাড়ীগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে মো. জাহেদ আহমদ। তিনি প্রতিবেশী গ্রামের বাসিন্দা হন। ঘটনার সময় তিনি চিৎকার শুনে তার বাড়ী থেকে ঘটনাস্থলে যান। পরে তিনি তাদের দুপক্ষের সংঘর্ষে তিনি লিপ্ত হন এবং নিহত আব্দুল বাসিতের উপর চাকু দিয়ে আঘাত করেন। পরে তিনি সাথে সাথে ঘটনাস্থল ত্যাগ করেন। আহত অবস্থায় আব্দুল বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে সে শেষ নি:শ্বাস ত্যাগ করে।

হামলা ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..