গোয়াইনঘাটে ভারতীয় বিড়িসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মে ১৮, ২০২৩

গোয়াইনঘাটে ভারতীয় বিড়িসহ যুবক গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধি :: মাদক বিরোধী অভিযান চালিয়ে সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ ৫০ হাজার পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় জীবন বিড়িসহ এক যুবককে গ্রেফতার করেছে টিম গোয়াইনঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিহির চন্দ্র দাস, এএসআই আরিফ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানা এলাকার পশ্চিম জাফলং ইউনিয়নের অন্তর্গত পন্নগ্রাম সাকিনস্থ পলাশের ঘাট নামক আসামি খয়রুল আমিন (২৫) নামীয় অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তার নিকট হইতে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫০ হাজার পিচ জীবন বিড়ি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ধৃত অপরাধী মনাইকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল জানান, অপরাধ দমনে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মাদক চালান ও অপরাধী গ্রেফতারও টিম গোয়াইনঘাট থানার চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিক অংশ। মাদকমুক্ত গোয়াইনঘাট থানা এলাকা গঠনে পুলিশ জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করে যাচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..