সিলেট ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সরকারের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (৪০ দিনের কর্মসূচি)-এর টাকা লোপাট করে খাচ্ছেন। কর্মহীন মৌসুমে দুস্থ পরিবারের স্বল্প মেয়াদী কর্মসংস্থান এবং গ্রামীন অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সরকারের উন্নয়ন প্রকল্পের অর্ধেকের বেশি টাকা ‘শুভঙ্করের ফাঁকি’ দিয়ে লোপাট করছে দুষ্ট চক্র। এই লোপাট চক্রের প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছেন তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে দিনমজুর-দরিদ্র শ্রমিকদের জন্য ৪০ দিনের কর্মসূচি (ইজিপিপি) ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দিনমজুর শ্রমিকদের দিয়ে কাজ করার কথা থাকলেও পরিবর্তে ভেকু দিয়ে নাম মাত্র মাটি কাটা হচ্ছে। ২০২২-২৩ অর্থ বছরের দিনমজুর-অতি দরিদ্রদের জন্য (চল্লিশ দিনের কর্মসূচি) কাজের বিনিময়ে টাকা প্রকল্পের ২য় পর্যায়ের উন্নয়নমূলক কাজ করার কথা। কিন্তু ইউপি চেয়ারম্যান শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে নাম মাত্র মাটি কাটার কাজ করেই প্রকল্পের দায়িত্বশীলরা টাকা আত্নসাত করছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, তাহিরপুর সদর ইউনিয়নে কাচারির জাঙ্গাল, চিকসা পুরান হাটি হতে মেইন সড়ক পর্যন্ত গ্রামের সামনের রাস্তা, লক্ষীপুর হতে জামালঘর পর্যন্ত রাস্তা, বীরনগরের জাঙ্গাল, উজান তাহিরপুরের জাঙ্গাল, সবকটির কাজ ভেকু দিয়ে দিনে রাতে কাজ করছে চেয়ারম্যান জুনাব আলী। যাহা সম্পুর্ন অবৈধ। শ্রমিকদের নামে সীমকার্ড থাকলেও তারা শুধু টাকা তুলে দেওয়ার সময় উপস্থিত হন টাকা তুলে দিয়ে তারা ৫০০ করে বকসিস নিয়ে বিদায় হন।
চল্লিশ দিনের কর্মসূচির কাজ দিনমজুর-দরিদ্র শ্রমিকদের দিয়ে করার কথা থাকলেও কেন কাচারির জাঙ্গালে দিন রাত ভেকু দিয়ে কাজ করছেন জানতে চাইলে তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী বলেন, আমরা শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছি বলে প্রতিবেদকের সেলফোন কেটে দেন। পরে তিনি ফের কল দিয়ে প্রতিবেদকের কাছে জানতে চান এই সকল তথ্য আপনাকে কে দিয়েছে? প্রতিবেদক বলেন আপনার কাজে অনিয়ম না হলে আপনে তথ্য চান কেন? এমন প্রশ্নের কোন সদুত্তর না দিয়ে কল কেটে দেন।
দায়িত্বরত পিআইও কাজি মাসুদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাহিরপুর সদর ইউনিয়নে প্রতিটি কাজে শ্রমিক দিয়ে কাজ করার কথা কিন্তু তারা ভেকু দিয়ে কারা কাজ করছে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে একাধীকবার কল দিলে তিনি প্রতিবেদকের মুটোফোন রিসিভ করেননি। বিদায় ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd