সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩
গোলাপগঞ্জ সংবাদদাতা: গোলাপগঞ্জে প্রবাসীর বাড়ি ও কবরস্থানের সীমানা প্রাচীরের দেয়ালের চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ফুলশাইন্দ গ্রামের দলই বাড়ির একটি পুকুর থেকে চুরি হওয়া প্রায় অর্ধমন রড উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা, গোলাপগঞ্জ মডেল থানার এস আই হাফিজুর রহমান।
তিনি বলেন, বাদী মাহবুব জামান গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করলে এই মামলায় মালামাল উদ্ধারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করলে বিবাদীদের পুকুর থেকে কিছু রড উদ্ধার করা হয়।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ফুলশাইন্দ গ্রামের মৃত আখলাক মিয়ার পুত্র নজরুল ইসলাম গংরা একই গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল কাদিরের নিজস্ব মালিকানাধীন ব্যাক্তিগত গোরস্থান ও বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ভেঙ্গে ইট, রড সহ প্রায় ২লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়াও আরো ৩লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল কাদিরের চাচাতো ভাই মাহবুব জামান বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানার একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ ৪নং এজহারভুক্ত আসামি নজরুল ইসলামের ছেলে হাসনাত আহমদকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
এ মামলায় পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য বিবাদী লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ফুলশাইন্দ গ্রামের নজরুল ইসলাম গংদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নজরুল ইসলাম গংদের বাড়ির পুকুর থেকে চুরি হওয়া প্রায় অর্ধমন রড উদ্ধার করে পুলিশ।
মামলার বাদী মাহবুব জামান জানান, বিবাদীগণ দীর্ঘ দিন ধরে আমার চাচাতো ভাই লন্ডন প্রবাসী আব্দুল কাদিরের বাড়ি ও জায়গা দখল করতে বিভিন্ন ভাবে পায়তারা করে আসছে। তারা আমার চাচাতো ভাইয়ের নিজস্ব জায়গায় নির্মিত পারিবারিক কবরস্থানের সীমানা দেওয়াল কোন কারণ ছাড়াই জোরপূর্বক ভেঙ্গে রড, ইট সহ প্রায় ২লক্ষ টাকার মালামাল নিয়ে যায়৷
এ ঘটনায় আমি গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করলে পুলিশ চুরি হওয়া কিছু রড পুলিশ বিবাদীদের পুকুর থেকে উদ্ধার করে। এছাড়াও বিবাদীগণ দেয়াল ভেঙ্গে যে ইট নিয়ে গিয়েছিল সেগুলোরও নেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd