সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মে ৬, ২০২৩
সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, কোতোয়ালী সি.আর মামলা নং ৪৫২/ ২০২২ইং মামলার আসামী, সিলেট নগরীর সুবিদবাজারস্থ ১/বি, চন্দ্রিমা আহমদ লজ নিবাসী মৃত শফিক আহমদের ছেলে ইশফাক আহমদ এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়েছে। বাদী সিলেট জেলার কোতোয়ালী মডেল থানাধিন নগরীর সুবিদবাজারস্থ আহমদ লজ নিবাসী মৃত ডাঃ আক্তার উদ্দিন আহমদ এর ছেলে কামাল আহমদ এবং বিবাদী তার ভাই মৃত শফিক আহমদের ছেলে ইশফাক আহমদ।
মামলা সূত্রে জানা যায়, বাদী কামাল আহমদ এর পিতার মৃত্যুর পর বাদীর ভাই- বোন মৌজা- মিউনিসিপ্যালিটি, জে.এল.নং-৯১, খতিয়ান নং- ২০৯, এস.এ দাগ নং-২২, বি.এস দাগ নং- ২১৩৭, ২১৩৫, ২১৩৯, ২১৪০, ২১৪২, ২১৪৩, ২১৪৪, পরিমান- ১ একর ২৮ শতক, দোকান, বাড়ী ও পুকুর রকম ভূমি উত্তরাধিকারী সূত্রে মালিক হয়ে উক্ত ভূমি বিএস রেকর্ড হিস্যানুযায়ী ভোগ দখল করে আসিতেছেন। উক্ত ভূমিতে বাদীপক্ষের স্থাপিত চাইনিজ রেস্তোরাসহ বাড়ী ও দোকান রয়েছে।
বিবাদী ছাড়া বাদীর বোন ও ভাতিজাগণ প্রবাসে থাকায় বাদীকে ভূমি দেখাশোনার জন্য আমমোক্তারনামা প্রদান করেন। বাদী একজন চাকুরীজীবী হওয়ায় ভাতিজা ইশফাককে ১৯৯৫ইং সন থেকে বর্ণিত সম্পত্তির আয় ও মাসিক ভাড়া তোলার দায়িত্ব দেয়া হয়। সেই অনুযায়ী ১৯৯৫ইং সন থেকে বিবাদী ইশফাক বাদী সহ অন্যান্য শরীকাগণের সকলের অংশের যাবতীয় আয়, দোকান ভাড়া, ভিটভাড়া তোলে তার কাছে জমা করা শুরু করেন এবং বাদী সহ অপরাপর শরীকানদের বোঝাতে থাকেন যে, বর্ণিত ভূমি, ভিট ও দোকান কোঠা স্থাপনা সমুহের ভাগ করে না নিয়ে জমা করে ফান্ড রেডি করে বর্ণিত ভূমিতে বড় মাপের টাওয়ার বা স্থাপনা করলে সবার জন্য আর্থিক সুবিধা হবে। সরল বিশ্বাসে বিবাদীর কথায় বিশ্বাস স্থাপন করেন অংশীদারগণ।
বাদী পক্ষের সরলতা ও পারিবারিক বিশ্বাসের সুযোগে বিবাদী বিগত ২০০১ সাল হতে ২০২১ সাল পর্যন্ত বর্ণিত ভূমিতে বাসা ও অন্যান্য দোকানপাটের ভাড়া বাদ ৪ কোটি ৫০ লক্ষ টাকা উত্তেলন করে শরীকানদের হিসাব নিকাশ না দিয়ে এবং টাওয়ার বা স্থাপনা নির্মাণে কোন উদ্যোগ না নিয়ে বিবাদী পুরো টাকা আত্মসাতের পায়তারা শুরু করে। হিস্যা অনুযায়ী বিবাদী ০.১০৯০ এর এবং বাদী ও তার অন্যান্য ভাই, ভাতিজা, বোনেরা ১.২২১০ একর ভূমির মালিক ও ভোগ দখলকার। বিবাদীকে ২০২১ সালে থেকে ৪ কোটি ৫০ লক্ষ টাকা শরীকদের মধ্যে হিস্যানুযায়ী প্রদান করার কথা বললে সে অস্বীকার করে।
সর্বশেষ গত ১৫/০২/২০২২ইং ও ৩০/০৩/২০২২ইং তারিখে বাদী কামাল আহমদ বিবাদী ইশফাক আহমদ এর কাছে বর্ণিত সাড়ে চার কোটি টাকা ফেরত চাইলে বিবাদী সরাসরি অস্বীকার করে এবং হুমকী দিয়ে বলে বাদীসহ শরীকানদের পুরো সম্পত্তি জবর দখল করে ফেলবে। এমনকি বেশি বাড়াবাড়ি করলে প্রাণে হত্যা করারও হুমকি দেয়। নিরুপায় হয়ে কামাল আহমদ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেটে মামলা দায়ের করেন। মামলার পর থেকে বিবাদী ইশফাক
আহমদ পলাতক থাকায় গত ২৯/০৩/২০২৩ ইং তারিখে আদালত ইশফাক আহমদ এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।- বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd