ওসমানীনগরে হদিস নেই রিকশার, সড়কের পাশে পড়েছিল চালকের লাশ

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, মে ৫, ২০২৩

ওসমানীনগরে হদিস নেই রিকশার, সড়কের পাশে পড়েছিল চালকের লাশ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগরে সড়কের পাশ থেকে রিকশা চালক বজেন্দ্র শব্দকরের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার বিকেলে বুরুঙ্গা ইউনিয়নের মহাসড়ক-বুরুঙ্গাবাজার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার রিকশাটির হদিস পাওয়া যায়নি বলে জানা গেছে।

 

নিহত বজেন্দ্র উপজেলার তাজপুর ইউনিয়নের লালকৈলাশ গ্রামের মৃত রাজেন্দ্র শব্দকরের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হন বজেন্দ্র। তবে রাতে আর বাড়ি ফিরেননি বজ্রেন্দ শব্দকর। শুক্রবার জামেয়া মোহাম্মদিয়া আবাসিক মাদরাসার নিকটবর্তী বুরুঙ্গা সড়কের পাশে একটি লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এরপর তার পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন।

 

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..