সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মে ৪, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে ছাত্রদলের মিছিলে সরকার বিরোধী, উসকানিমূলক স্লোগান ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ সিটি করপোরেশনের পানি শাখার এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর এলাকার পানি সরবরাহের লাইনের চাবি তার কাছে থাকায় ভোগান্তিতে পড়েছেন এলাকাসী।
বৃহস্পতিবার সকাল থেকে পানি না পেয়ে বিকেলে স্থানীয় কাউন্সিলরসহ এলাকার লোকজন তাকে ছাড়িয়ে নিতে থানায়ও যান। কিন্তু মামলার আসামি হওয়ায় পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেন।
সাইদুর রহমান ইমন নামের ওই কর্মচারীকে বুধবার রাতে নগরীর হাউজিংস্টেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। ইমন সিটি করপোরেশনের পানি শাখার অধীনে ৪নং ওয়ার্ডের হাউজিং স্টেট এলাকার লাইনে পানি সরবরাহের দায়িত্বে রয়েছেন।
মঙ্গলবার বিকালে নগরীর চৌহাট্রায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মিছিলকালে ছাত্রদলের সঙ্গে পুলিশের ঝামেলা হয়। ওইদিন রাতে হযরত শাহজালাল (র.) তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানার ২০০ জনের নামে মামলা করেন। মামলায় প্রথমদিন ছাত্রদলের ৮ নেতাকর্মীকে এবং পরে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ইমনও রয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন গ্রেপ্তারকৃত ইমন সিটি করপোরেশনে মাস্টার রোলে পানি শাখায় কাজ করেন। অভিযুক্ত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস বলেন, ইমন সিটি করপোরেশনের পানি শাখায় কাজ করে। কিন্তু তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করায় এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। কারণ পানি লাইনের চাবি তার কাছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd