সিলেট ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, মে ৪, ২০২৩
নিজস্ব সংবাদদাতা: গোয়াইনঘাটে গাঁজার গাছসহ এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
তিনি উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর (ঢালারপার) গ্রামের মৃত ওহাব আলীর পুত্র মোঃ মিজানুর রহমান @ মিজান পাগলা (৬০)।
গতকাল বুধবার (০৩ মে) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় বাড়ির উঠানে লাগানো ৬টি গাঁজা গাছ জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে- গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষীণ প্রতাপপুর (ঢালারপার) গ্রামে অভিযান চালায় গোয়াইনঘাট থানা পুলিশ। অভিযানে তার বাড়িতে লাগানো ছয়টি গাঁজার গাছ জব্দ করে চাষে জড়িত গাঁজা চাষী মিজানুর রহমানকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন, গোয়াইনঘাট থানার এসআই আক্তারুজ্জামান ও এএসআই এনামুল হক। আটক হওয়া মিজানুর রহমান পেশাদার একজন গাঁজা ব্যবসায়ী বলে জানা যায়।
সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া অফিসার শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে জানান- উদ্ধারকৃ গাঁজার গাছসহ ধৃত আসামীর বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় মামলা রুজু হয়েছে। যাহার থানার মামলা নং- ৬(০৫)২৩, তাং- ০৪/০৫/২৩ ইং। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd