সিলেটে মেয়র পদে ২, কাউন্সিলর পদে ১৬৯ মনোনয়ন সংগ্রহ

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মে ৩, ২০২৩

সিলেটে মেয়র পদে ২, কাউন্সিলর পদে ১৬৯ মনোনয়ন সংগ্রহ

ডেস্ক রিপোর্ট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে এপর্যন্ত মেয়র পদে দুই জন ও কাউন্সিলর পদে ১৬৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে মনোনয়ন সংগ্রহকারীরা হলেন- সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবদুল হানিফ কুটু (স্বতন্ত্র) ও মোহাম্মদ আব্দুল মান্নান খান (স্বতন্ত্র)।

 

বুধবার বিকাল ৪টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তারা নিজ নিজ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

 

জানা যায়, কাউন্সিলর পদে ১৬৯ জনের মধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা কাউন্সিলর) ৪০ জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে (পুরুষ কাউন্সিলর) ১২৯ জন মনোনয়ন ফরম কিনেছেন।

 

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..