সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মে ৩, ২০২৩
নিজস্ব সংবাদদাতা: সিলেটে ছাত্রদলের মিছিল থেকে আটক হওয়া ৮জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ১৫০/২০০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলা নং- ০২.০৫.২০২৩।
মামলার বাদী হয়েছেন হযরত শাহজালাল (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী জামাল উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ।
এ ঘটনায় আটকৃতরা হলেন-গোয়ালাবাজার ইউপি ছাত্রদলের সদস্য জুনায়েদ হোসাইন (৩০), মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন (৩৪), সিলেট সদর উপজেলা যুব দলের সদস্য রাজু অভিনেতা আহমেদ (৩৮),কামরুল হাসান (২৫), সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক মো.আব্দুস সালাম টিপু(৩৮), পারভেজ খান জুয়েল (৩৯), সাইফুল ইসলাম সোহাগ (২০), মো.হাফিজুর (২৫)।
এরআগে মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় একটি ঝটিকা মিছিল থেকে তাদের আটক করা হয়।
বুধবার আটককৃতদের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ।
মামলার এজাহারসূত্রে জানা যায়, মঙ্গলবার (২মে) বিকাল সাড়ে তিনটার দিকে কোতোয়ালী মডেল থানাধীন রিকাবীবাজার পয়েন্টে সিলেট জেলা এবং মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৫০/২০০ জন উশৃঙ্খল নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে গ্রেফতারকৃত ২নং আসামীর নেতৃত্বে বে-আইনী জনতায় মিলিত হয়ে রিকাবীবাজার পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্টে বেরিকেট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।এতে চলাচলরত গাড়িতে বাধা সৃষ্টিসহ সরকার ও রাষ্ট্র বিরোধী উস্কানিমূলক বিভিন্ন ধরণের স্লোগান দেয়।
পুলিশ খবর পেয়ে কোতোয়ালী থানার ইনচার্জের নেতৃত্বে সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা গেইটের পশ্চিমে মিছিল পৌঁছালে উশৃঙ্খল বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের শান্ত হওয়ার জন্য বলা হয়। এতে উপস্থিত নেতাকর্মী আরো উত্তেজিত হয় পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করাসহ হত্যার উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। আসামীদের ছুড়া ইট-পাটকেলের আঘাতে এএসআই/প্রানেশ রঞ্জন, আবুল কালাম শুভ, ইসমাইল হোসেন, মোজাহিদ আহত হন। তখন পুলিশ উশৃঙ্খল বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার সময় আটজনকে আটক করা হয় এবং অপরাপর আসামীগণ পালিয়ে যায়।
এসময় তাদের কাছ থেকে ৮টি বাঁশের লাঠি এবং পলাতক আসামীদের ফেলে যাওয়া ১০টি বাঁশের লাঠিসহ মোট ১৮টি লাঠি ও ১৫টি ইটের টুকরা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ ঘটনায় ওই ৮জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ১৫০/২০০ জন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd