সিলেট ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মে ২, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সমাজের অবহেলিত-বঞ্চিত, গরীব-অসহায় মানুষকে সহযোগীতা করাই হচ্ছে মানবসেবা। আর সরকারের পাশাপাশি মানবসেবায় সবাইকে এগিয়ে আসতে হবে।
বিত্তবান ও প্রবাসীরা বিগত করোনা ও বন্যাকালীন সময়ে সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর কারণে মানুষের দূর্ভোগ অনেকটাই কমে এসে ছিল। সদ্য প্রতিষ্ঠিত ‘মরহুম হাজী শাহ তোরাব আলী এন্ড সামছুল আলম ওয়েলফেয়ার ট্রাস্ট’ কর্তৃপক্ষ নিজেদের সফল কার্যক্রমের মাধ্যমে মানুষের অন্তরে স্থান করে নেবে, এটা আমরা আশা করতে পারি।
তিনি সোমবার (১ মে) দুপুরে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার ইলামেরগাঁও (আটপাড়া, ফকির বাড়ি) গ্রামে ‘মরহুম হাজী শাহ তোরাব আলী এন্ড সামছুল আলম ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার সকল মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার লক্ষে সততা ও নিষ্টার সাথে কাজ করে যাচ্ছে। এর সফলতা হিসেবে বাংলাদেশ আজ বিশ্বের অনেক দেশের কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে।
আর উন্নয়নেরধারা অব্যাহত আসন্ন নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে যান। আর এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গ্রামের প্রবীন মুরব্বী হাজী শাহ আলতাবুর রহমানের সভাপতিত্বে ও পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওলিউর রহমান বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইছহাক আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। সভা শেষে এলাকার প্রায় অর্ধশতাধিক মানুষের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সদস্য রাজু আহমদ খান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ নূরুল ইসলাম বুলবুল, আওয়ামী লীগ নেতা আনহার মিয়া, যুবলীগ নেতা নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোশাহিদ আলী, আবিদুর রহমান আবিদ, শিপন আহমদ, জাকারিয়া ইমন, রিপন আহমদ প্রমুখ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd