সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, মে ২, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে নাটকীয়ভাবে প্রার্থী হয়ে যেতে পারেন বাবরুল হোসেন বাবুল। বীর মুক্তিযোদ্ধা বাবুল সিলেট পৌরসভার দু’বারের নির্বাচিত চেয়ারম্যান। সিলেট সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন তিনি। বর্তমানে বাবুল নিউ ইয়র্কে অবস্থান করছেন। বাবুলের ঘনিষ্ঠ বন্ধু হাসান চৌধুরী মাসুম এটা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনের গতি-প্রকৃতি পর্যালোচনা করে দেখছেন বাবুল। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচন করবেন কি করবেন না- এ নিয়ে দোটানায় রয়েছেন। যদিও তার দল বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে। এই পরিস্থিতি বাবুলকে অনেকটা উৎসাহিত করেছে। সিলেটের রাজনীতিতে এক সময়ের আলোচিত এই জনপ্রতিনিধি দীর্ঘদিন যাবৎ নীরব।
বন্ধু মাসুম চৌধুরী বললেন, নীরবতা ভেঙে বাবুল ফের সরব হবেন- এমন আভাস-ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd