সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মে ২, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় জাফরুল হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোপেশ চন্দ্র দাস ও এএসআই জিতু মিয়ার একটি দল অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানাধীন পশ্চিম বর্ণি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে জাফরুল হোসেন (২২) যুবককে আটক কারা হয়। আটককৃত জাফরুল সিলেটের কোম্পানীগঞ্জ থানার বর্ণি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। এসময় তার কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত জাফরুল হোসেন জানায়, সে তার সহযোগীদের নিয়ে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কথিত ভাঙ্গা ব্রীজের এক প্রান্ত হইতে অপর প্রান্তে জব্দকৃত রশি বাধিয়া গাড়ি আটক করে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল।
এঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd