জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট হাদাটিলা সহ আশাপাশের টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রি করে আসছে। নিয়মিত পাথর উত্তোলন ও ট্রাক্টর দিয়ে উত্তোলনকৃত পাথর অন্যত্র সরিয়ে নিয়ে বিক্রি করে স্বাভাবিক পরিবেশ ধংস করে যাচ্ছে ওই সংঘবদ্ধ চক্র। প্রতিদিন দৈনিক মজুরী ভিত্তিক শ্রমিক নিয়োগ করে টিলা কেটে পাথর উত্তোলন করা হচ্ছে হাদা টিলায়। পুলিশ কিংবা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা আত্মগোপনে চলে যায়। যে কারণে এ চক্রটি বারবার থেকে যায় ধরা—ছেঁায়ার বাইরে।
এলাকাবাসী অভিযোগ, প্রায় সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে দিনমজুর শ্রমিকরা ধরা পড়লেও আড়ালে থাকা পাথর খেকো প্রভাবশালীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। যে কারণে কোনভাবেই টিলাকাকা ও পাথর উত্তোলন বন্ধ করা সম্ভব হচ্ছে না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিন পাথর জব্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, টিলা কেটে পাথর উত্তোলনের সময় যাকে ঘটনাস্থলে পাওয়া যাবে তার বিরুদ্ধেই আইন অনুযায়ী আইনী ব্যবস্থা নেয়া হবে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলমান থাকবে।