সিলেটে মুসলিম নারীকে বিয়ে করে হিন্দু যুবকের প্রতারণা !

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

সিলেটে মুসলিম নারীকে বিয়ে করে হিন্দু যুবকের প্রতারণা !

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে এক মুসলিম নারীর সাথে দীর্ঘ ১২ বছর সংসার করে এখন ভয়ংকর প্রতারণার অভিযোগ উঠেছে এক হিন্দু যুবকের বিরুদ্ধে। ওই হিন্দু যুবকের নাম মো. আলম পূর্বের নাম দেবাশীষ চক্রবর্তী জিসু। সে মুসলিম সেজে ২০০৮ সালে ইসলামী শরীয়া মোতাবেক ওই মুসলিম নারী আমেনা খাতুন সোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর থেকে সিলেট নগরীর বিভিন্ন স্থানে তারা দু’জন ভাড়া বাসায় থাকতেন। তাদের সংসারে দুইটি কন্যা সন্তান রয়েছে।

Manual2 Ad Code

২০২০ সালে দেবাশীষ চক্রবর্তী জিসু তার স্ত্রী আমেনা খাতুন সোমাকে সৌদি আরবে পাঠিয়ে দেয়। আমেনা খাতুন সোমা সৌদি আরব থেকে ২০২২ সালে দেশে ফেরার পর থেকে তিনি আর জিসুর সাথে সরাসরি কোন ধরণের যোগাযোগ করতে পারেননি। মুঠোফনে যোগাযোগ হলেও এখন পর্যন্ত প্রতারক স্বামীর দেখা মিলেনি। তবে নগরীর রায়নগর বসুন্ধরা ০৫ নং জিসুর বোনের ভাড়া বাসায় বসবাস ওই দুই কন্যা সন্তান।

Manual6 Ad Code

আমেনা খাতুন সোমা এরপর থেকে নগরীর বিভিন্ন স্থানে ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু স্ত্রীর কোন প্রকার দায়িত্ব না নিয়ে দেবাশীষ চক্রবর্তী জিসু পালিয়ে বেড়াচ্ছে।

আমেনা খাতুন সোমা একদম নিরুপায় এসএমপির পুলিশ কমিশনার, কোতোয়ালী থানা ও শাহপরাণ থানায় প্রতারক স্বামী দেবাশীষ চক্রবর্তী জিসুর বিরুদ্ধে একাধীক অভিযোগ দাখিল করেছেন।

Manual8 Ad Code

আমেনা খাতুন সোমা বলেন, দেবাশীষ চক্রবর্তী জিসু সে মুসলিম হয়ে আমাকে ইসলামী শরীয়া মোতাবেক বিয়ে করেছে তার নাম ছিলো মো. আলম। এখন সে আমাকে স্ত্রী হিসাবে অস্বিকার করছে। আমার মেয়েদের সে তার হিন্দু বোনের বাসায় রাখছে। আমার কোন বরণ পোষণ করছে না। আমি এই প্রতারক স্বামীর বিচার চাই।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..