সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে এক মুসলিম নারীর সাথে দীর্ঘ ১২ বছর সংসার করে এখন ভয়ংকর প্রতারণার অভিযোগ উঠেছে এক হিন্দু যুবকের বিরুদ্ধে। ওই হিন্দু যুবকের নাম মো. আলম পূর্বের নাম দেবাশীষ চক্রবর্তী জিসু। সে মুসলিম সেজে ২০০৮ সালে ইসলামী শরীয়া মোতাবেক ওই মুসলিম নারী আমেনা খাতুন সোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর থেকে সিলেট নগরীর বিভিন্ন স্থানে তারা দু’জন ভাড়া বাসায় থাকতেন। তাদের সংসারে দুইটি কন্যা সন্তান রয়েছে।
২০২০ সালে দেবাশীষ চক্রবর্তী জিসু তার স্ত্রী আমেনা খাতুন সোমাকে সৌদি আরবে পাঠিয়ে দেয়। আমেনা খাতুন সোমা সৌদি আরব থেকে ২০২২ সালে দেশে ফেরার পর থেকে তিনি আর জিসুর সাথে সরাসরি কোন ধরণের যোগাযোগ করতে পারেননি। মুঠোফনে যোগাযোগ হলেও এখন পর্যন্ত প্রতারক স্বামীর দেখা মিলেনি। তবে নগরীর রায়নগর বসুন্ধরা ০৫ নং জিসুর বোনের ভাড়া বাসায় বসবাস ওই দুই কন্যা সন্তান।
আমেনা খাতুন সোমা এরপর থেকে নগরীর বিভিন্ন স্থানে ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু স্ত্রীর কোন প্রকার দায়িত্ব না নিয়ে দেবাশীষ চক্রবর্তী জিসু পালিয়ে বেড়াচ্ছে।
আমেনা খাতুন সোমা একদম নিরুপায় এসএমপির পুলিশ কমিশনার, কোতোয়ালী থানা ও শাহপরাণ থানায় প্রতারক স্বামী দেবাশীষ চক্রবর্তী জিসুর বিরুদ্ধে একাধীক অভিযোগ দাখিল করেছেন।
আমেনা খাতুন সোমা বলেন, দেবাশীষ চক্রবর্তী জিসু সে মুসলিম হয়ে আমাকে ইসলামী শরীয়া মোতাবেক বিয়ে করেছে তার নাম ছিলো মো. আলম। এখন সে আমাকে স্ত্রী হিসাবে অস্বিকার করছে। আমার মেয়েদের সে তার হিন্দু বোনের বাসায় রাখছে। আমার কোন বরণ পোষণ করছে না। আমি এই প্রতারক স্বামীর বিচার চাই।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd