ওসমানী মেডিকেলে জগন্নাথপুরের গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩

ওসমানী মেডিকেলে জগন্নাথপুরের গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের ঈশানকোনা গ্রামে চাচা ভাতিজার বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জামাল মিয়া (৩৮) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ এপ্রিল) রাতে স্থানীয় সাহারপাড়া বাজার থেকে বাড়ি ফেরার সময় ভাতিজা জামালের সঙ্গে চাচা হোসাইনের কথা-কাটাকাটি হয় । কাথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে চরথাপ্পরের ঘটনা ঘটে। পরে রাত ১২ টার দিকে ঈশানকোনা গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় ও অগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য লাকু মিয়া বলেন, ঈশানকোনা গ্রামের হোসাইন ও হুসমান উভয় এক গোষ্ঠীরলোক। তাদের মধ্যে বিরোধ চলছিলো দীর্ঘদিন থেকে। উভয় পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জামাল মিয়া নামের এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ডাক্তার জান্নাত বলেন, ঈশানকোনা গ্রামের সংঘর্ষের ঘটনায় সৈয়দ দেওয়ান (৪৫) সৈয়দ শেরু মিয়া (৩০) সৈয়দ আনহান মিয়া (৭০) সৈয়দ আমিন মিয়া (৬০) সৈয়দ সফুর আহমেদ (২৯) সৈয়দ হোসাইন মিয়া (৩০) সৈয়দা পারুল বেগম (৬০)। আহতরা সবাই ছোড়া গুলিবিদ্ধ ছিলেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গ্রামে চাচা ভাতিজার আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। সংঘর্ষে জামাল মিয়া নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..