সিলেট সিটি নির্বাচন নিয়ে কোন চ্যালেঞ্জ দেখছি না : আইজিপি

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩

সিলেট সিটি নির্বাচন নিয়ে কোন চ্যালেঞ্জ দেখছি না : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : তিনদিনের সফরে সস্ত্রীক সিলেটে এসেছেন বাংলাদেশে পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১১টায় একটি ফ্লাইটে স্ত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীকে নিয়ে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। সফরে এসে আজ শুক্রবার (২৮ এপ্রিল) হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করেছেন তিনি।

জিয়রত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এর আগেও আমরা অনেক নির্বাচন করেছি। নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা আছে, প্রশিক্ষণ আছে। সিটি নির্বাচন নিয়ে কোন চ্যালেঞ্জ দেখছি না। নির্বাচনের সময় ইলেকশন কমিশন যে দায়িত্ব দিবেন বাংলাদেশ পুলিশ সে দায়িত্ব পালন করবে। যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের প্রস্তুতি থাকবে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহউদ্দিন সিরা জ, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) মুহাম্মদ আব্দুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

জিয়ারত শেষে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দক্ষিণ সুরমার মোগলাবাজার প্যারাইরচক এলাকায় পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করেন।

শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় সিলেট জেলা পুলিশ লাইন্স এ সিলেটে কর্মরত অফিসারদের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে দুপুর ১২ টায় নির্মাণাধীন ৭এপিবিএন পরিদর্শন ও সাড়ে ১২ টায় নির্মাণাধীন আরআরএফ পরিদর্শন করবেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..