ধর্মপাশায় ইউপি চেয়ারম্যান খোকার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩

ধর্মপাশায় ইউপি চেয়ারম্যান খোকার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

Manual2 Ad Code

ধর্মপাশা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকার বিরুদ্ধে নামেমাত্র কাজ করে এডিবি সহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

সম্প্রতি ওই ইউনিয়নের উওর বীর গ্রামের বাসিন্দা সাকের হোসেন সাগর নামে এক ব্যক্তি বাদি হয়ে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে এসব অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ থেকে জানা গেছে, উপজলার সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই নিজ ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও মেরামত দেখিয়ে কাবিখা ও টিআর, এডিবি প্রকল্পের লাখ-লাখ টাকা উত্তোলণ করে তা নামেমাত্র কাজ করে সাকুল্য টাকা আত্মসাত করে আসছেন। এর মধ্যে ২০২১-২২ ইং অর্থ বছরের জন্য প্রথম পর্যায়ের- প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ৭ লাখ ৯৬ হাজার টাকা নামেমাত্র কাজ করে সাকুল্য টাকাি হাতিয়ে নেন চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা। এছাড়াও একই কায়দায় ওই ইউনিয়নের জন্য বরাদ্দকৃত টিআর ও কাবিখা প্রকল্পের লাখ-লখ টাকাও আত্মসাত করে আসছেন তিনি।

 

Manual5 Ad Code

শুধু তাই নয় চেয়ারম্যান গোলাম ফরিদ পৃষ্টপোষকতায় এলাকায় মাদক বিক্রেতা ও মাদক সেবিদের ব্যাপক বিস্তার লাভ করছেনা। এতে করে তিনি এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

Manual3 Ad Code

 

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে তিনি বলেন, মূলত আমার সুনাম নষ্ট করার জন্যই এলাকার একটি চক্র আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করা কাজে লিপ্ত রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..