সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: গোয়াইনঘাটে প্রধানমন্ত্রী’র উপহারের ঘর দেওয়ার লোভ দেখিয়ে ৪ভুমিহীন পরিবারে ৮০ হাজার টাকা যুবলীগ নেতারা কর্তৃক আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর বরাবরে ভুক্তভোগীদের দাযের করা অভিযোগ সুত্রে ও স্থানীয়দের সাথে আলাপ করে জানাগেছে উপজেলার ১০ পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের গরীব অসহায় ও ভুমিহীন রাউতগ্রামের মৃত মোবারক আলীর পুত্র সমির উদ্দিন, মৃত আব্দুল হাসিমের পুত্র খলিলুর রহমান,শফিকুর রহমানের পুত্র মাসুক আহমদ ও আব্দুস শুকুর এর পুত্র মুহিবুর রহমানকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারে ঘর দেওয়ার লোভ দেখিয়ে একেক জনের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেন যুবলীগ নেতা ও ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের মেম্বার, যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন, যুবলীগ নেতা আ্বদুন নুর ও ময়নুল ইসলাম। এমনকি তাদের কাছ থেকে দুই শতক করে মোট আট শতক জমি গোয়াইনঘাট সাবরেজিস্টার অফিসের মাধ্যমে নিজ খরচে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক সিলেট এর মারফতে সাফ কবালা দলিল সম্পাদন করে দেন। কিন্তু অদ্যবধি পর্যন্ত ভুক্তভোগীরা ঘর পাননি। ভুক্তভোগীরা স্থানীয় অভিযোগ না দিতে হুমকি দিচ্ছেন। জানতে চাইলে অভিযুক্ত সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের মেম্বার জানান সকলের ন্যায় তাদেরও ভুমি দলিল সম্পাদন হয়েছে। কিন্তু টাকা পয়সা তাদের কাছ থেকে নেইনি। এমন বক্তব্য দিয়েছেন অভিযুক্ত সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা সিরাজ মেম্বার।
জানতে চাইলে ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল জানান আমি লিখিত অভিযোগ পেয়েছি, সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটিতে থাকায় উনার বক্তব্য পাওয়া যায়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd