সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে ৩৫ লাখ টাকা আত্মসাৎের অভিযোগে বড় ভাই ইউপি সদস্য মো. ইব্রাহিম খান এর বিরুদ্ধে ছোট ভাই মো.আমির খান একটি লিখিত অভিযোগ দাখিল করেন। ঘটনাটি ঘটেছে ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের ৬নং ওয়াডের সানাকী ভাঙ্গা নতুন বাজারস্থ আসাম পাড়া হাওড় গ্রামে।
গত ১৭এপ্রিল সোমবার প্রতারণার মাধ্যমে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আপন বড় ভাই ইউপি সদস্যসহ ৬জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আসাম পাড়া হাওড় গ্রামের মৃত রুস্তম খান’র ছেলে আমির খান।
অভিযুক্ত পাচজন হলেন,আমির খান’র বড় ভাই ইউপি সদস্য মো.ইব্রাহিম খান বড় ভাই মো.ইনছান খান, বড় ভাবী মোছা.রিনা বেগম,ভাতিজা মো.শাকিল খান, ভাতিজা রাহাত খান,এলাকার প্রবীন মুরুব্বী মো.মুকাদ্দছ শিকদার। এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বিষয়টি তদন্তের জন্য এস আই ইমরুল কবিরকে তদন্তের নির্দেশ দেন। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী আমির খান বলেন, বিবাদী ইব্রাহিম খান’র পরস্পর যোগসাজসে প্রতারণার মাধ্যমে ৩৫ লাখ টাকা আত্মসাৎ আমার পৈত্রিক সম্প্রতি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত আমাকে প্রানে হত্যার হুমকি দিচ্ছে। ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে কেন এমন মামলা জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান ইউপি সদস্য ইব্রাহিম খান একজন খারাপ প্রকৃতির লোক এলাকায় অশান্তি সৃষ্টি করতে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার জন্ম দিচ্ছে। আমার ৩৫ লাখ টাকা,পৈত্রিক সম্প্রতি ফেরৎ পেতে এবং আমার জীবনের নিরাপত্তার জন্য আমি থানায় মামলা করছি । বর্তমান সময়ের আলোচিত নাম ইউপি সদস্য ইব্রাহিম খান’র এমন কর্মকান্ডের মাষ্টর মাইন্ড এক কথিত নেতা ও এক সাংবাদিক এমনও গুঞ্জন শোনা যাচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd