সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : ঐতিহ্যের কৃষি ও কৃষকের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গকন্যা, কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা’র যুগান্তকারী সাফল্য নিয়ে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় আল হেলা শপিং সিটি মার্কেট এর নিচ তলায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সোরাব আলীর সভাপতিত্বে ও এম.এ হান্নান বদরুল এর পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ।বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।
বক্তারা বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ কৃষকলীগ দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে নৌকা মার্কায় ভোট চেয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে আ.লীগের সহযোগী এ সংগঠনটি। এসময় স্বাগত বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছালেক আহমদ, বিশ্বনাথ উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মারফত আলী, সহ-সভাপতি শাহ কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, আবুল হোসেন, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, দৌলতপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছালিক আহমদ, অলংকারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাওছার চৌধুরী, অলংকারী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, আরশ আলী, ওস্তার আলী, বকুল দেবনাথ, আনহার আলী, জামাল আহমদ মারুফ, লিটন খান, সাহেল আহমদ চৌধুরী, শানুর আলী, ফয়ছল আহমদ, শামসুল ইসলাম, প্রদীপ সূত্রধর।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd