সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ইত্তেহাদুল কুররা বাংলাদেশ অনুমোদিত দারুল ক্বেরাত তেলিকোনা এলাহাবাদ আলীম মাদ্রাসা শাখার ৩২তম সমাপনী অনুষ্ঠান ও ইফতার মাহফিল মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে মাদ্রাসার মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলাহাবাদ আলীম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুখলিছুর রহমান।
শাখার দাতা সদস্য আব্দুস ছবুরের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়ক আজমল হোসেন বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, দারুল ক্বেরাত শাখার নাজিম মাওলানা আলিম উদ্দিন, প্রধান ক্বারী আব্দুল মছব্বির, সহকারী প্রধান ক্বারী মোহাম্মদ উল্লাহ, সৌদি আরব প্রবাসী হাজী মাসুক মিয়া, আর-রাহমান এডুকেশন ট্রাস্টের সেক্রেটারী মাওলানা আব্দুল মালিক, সংগঠক আব্দুস সালাম, আব্দুল ওয়াহিদ, আব্দুল হেকিম। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা রহমত উল্লাহ।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, তেলিকোনা গ্রামের মুরব্বী জবেদ আলী, আপ্তর হোসেন, মৌরশ আলী, লালু মিয়া, এলকাছ আলী, জমির মিয়া, আজিজুর রহমান, সমুজ মিয়া, বশির উদ্দিন, মঈন উদ্দিন, গৌছ উদ্দিন, ক্বারী আবু ছালেহ লায়েক, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নূর উদ্দিন, মো. আবুল কাশেম, সাংবাদিক সমুজ আহমদ সায়মন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd