দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান শামীমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩

দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান শামীমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

Manual4 Ad Code

দোয়ারাবাজার সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীমের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও প্রতিহিংসামূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

 

মঙ্গলবার বিকেলে দোহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, ইউপি সদস্য মফিজুর রহমান পর্তাব, সুলতান আলী, সুনুর মিয়া, মহিলা সদস্যা মিরা রানি, মোহন মালা, রংফুল বেগম, সমাজসেবক নুরুল ইসলাম, সেলিম মিয়া, ইলিয়াস উদ্দিন ,তাজুদ আলী, আলমাছ আলী, নজরুল ইসলাম তালুকদার, আব্দুল লতিফ তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম বলেন, গত কয়েকদিন ধরে এলাকার কিছু কুচক্রি মহল ও আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে আমার বিরুদ্ধে বিভিন্ন হাটবাজার, দোকানপাট, জনসমাগম স্থল, ফেইসবুক, ইউটিউব ও বিভিন্ন অনলাইন পত্রিকায় মিথ্যা ষড়যন্ত্র ও প্রতিহিংসামূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কিছুদিন আগে ইউপি সদস্য জিয়াউল হক, ৪০/৪৫টি টিসিবি কার্ড নিয়ে মাল নিতে ইউনিয়ন পরিষদে আসেন। এসময় ভুক্তভোগিদের অভিযোগের প্রেক্ষিতে ওই কার্ডগুলো জব্দ করা হয়। তাই এসব অনিয়ম ও দুর্নীতির মাধ্যামে অবৈধ পন্থায় মালামাল নিতে না পারায় সেই থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন ওই ইউপি সদস্য। এমতাবস্থায় সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমার বিরুদ্ধে যতই অপপ্রচার চালানো হোক আমার ইউনিয়নে কোনো অন্যায় অনিয়ম-দূর্নীতি সহ্য করা হবেনা, হতে দেয়াও হবেনা। পরিশেষে ইউনিয়নবাসীর প্রতি আমার আহ্বান মিথ্যা ও অপপ্রচারে কান না দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে আমাকে সার্বিক সহযোগিতা করবেন।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..