সিলেটের মেয়রের আরিফের বাসায় আগুন

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

সিলেটের মেয়রের আরিফের বাসায় আগুন

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হকের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে ভবনের নিচ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে নগরের কুমারপাড়াস্থ বাসায় মেয়রের মেয়ের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে আসবাবপত্রসহ কক্ষের জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই বাসার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে আশার আগেই লোকজন আগুন নিয়ন্ত্রণ করে ফেলে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।

আগুনের সূত্রপাতের বিষয়ে তিনি বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে। উদ্ধার ও ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন জানান, পুরুষরা নামাজে ছিলেন। আগুন দেখে বাসার কাজের লোকজন চিৎকার করলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে এসে পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..