মার্চে মাসে সিলেটে ১৯ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারিয়েছেন ১২, আহত ৭

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

মার্চে মাসে সিলেটে ১৯ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারিয়েছেন ১২, আহত ৭

নিজস্ব সংবাদদাতা: সিলেট সহ গত মার্চ মাসে সারাদেশে ৩৮৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৫ জন এবং আহত হয়েছেন ৬৮৮ জন। এর মধ্যে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন ও আহত হয়েছেন ৭ জন।

 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিভাগীয় অফিসগুলোর মাধ্যমে সারাদেশ থেকে এই তথ্য সংগ্রহ করেছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

 

বিআরটিএর তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে দুর্ঘটনার শিকার যানবাহনের সংখ্যা ৫৩৬টি। এর মধ্যে মোটরকার ১০টি (১ দশমিক ৮৭ শতাংশ), বাস ৮৭টি (১৬ দশমিক ২৩ শতাংশ), পিকআপ ৩০টি (৫ দশমিক ৬০ শতাংশ), অটোরিকশা ৪৮টি (৮ দশমিক ৯৬ শতাংশ), ট্রাক ১০৩টি (১৯ দশমিক ২২ শতাংশ), মোটরসাইকেল ১০০টি (১৮ দশমিক ৬৬ শতাংশ), ব্যাটারিচালিত রিকশা ২টি (দশমিক ৩৭ শতাংশ), ইজিবাইক ৮টি (১ দশমিক ৪৯ শতাংশ), ট্রাক্টর ১১টি (২ দশমিক ০৫ শতাংশ), অ্যাম্বুলেন্স ৪টি ( দশমিক ৭৫ শতাংশ), ভ্যান ১১টি (২ দশমিক ০৫ শতাংশ), মাইক্রোবাস ১২টি (২ দশমিক ২৪ শতাংশ) ও অন্যান্য যান ১১০টি (২০ দশমিক ৫২ শতাংশ)। বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১৩৫ জন নিহত, ১৩২ জন আহত। চট্টগ্রাম বিভাগে ৮৭টি সড়ক দুর্ঘটনায় ১০৪ জন নিহত, ২২৯ জন আহত; রাজশাহী বিভাগে ৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪ জন নিহত, ৬৭ জন আহত।

 

খুলনা বিভাগে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত, ৬০ জন আহত। বরিশাল বিভাগে ১৮টি সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত, ৪২ জন আহত। সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, ৭ জন আহত; রংপুর বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত, ১১৫ জন আহত এবং ময়মনসিংহ বিভাগে ২১টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত, ৩৬ জন আহত হয়েছেন।

 

মার্চ মাসে মোটরকার দুর্ঘটনায় ৪ জন, বাসে ৮০ জন, পিকআপে ১৬ জন, অটোরিকশায় ৪৭ জন, ট্রাকে ৬৪ জন, মোটরসাইকেলে ৮৭ জন, ব্যাটারিচালিত রিকশায় ২ জন, ইজিবাইকে ১ জন, ট্রাক্টরে ৪ জন, অ্যাম্বুলেন্সে ১ জন, ভ্যানে ৬ জন, মাইক্রোবাসে ৭ জনসহ অন্যান্য যানবাহন দুর্ঘটনায় প্রাণ হারান ৯৬ জন।

 

জানুয়ারি-২০২৩ মাসে সারাদেশে দুর্ঘটনার সংখ্যা ছিল ৩২২টি। তাতে ৩৩৩ জন প্রাণ হারান, আহত হন ৩৩৬ জন। ফেব্রুয়ারি মাসে ৩০৮টি দুর্ঘটনায় প্রাণহানি ঘটে ৩০৩ জনের এবং আহত হন ৪১৬ জন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..