সিলেট ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩
মাধবপুর সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্তরে একটি কাভার্ড ভ্যান টার্নিং নিতে গিয়ে উল্টে গেলে পথচারি কলেজ ছাত্র ফরিদ মিয়া (১৭) নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন আরিফ (৩০)। ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদিশপুর মুক্তিযোদ্ধা চত্বরে আজ সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ উপজেলার জগদিশপুর ইউনিয়নের জিন্নতপুর গ্রামের ফুরুক মিয়ার ছেলে ও মাধবপুর মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজে এইচ এস সি ছাত্র। আহত আরিফ একই গ্রামের ছিদ্দিক আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সিলেটগামী ছোট কভার ভ্যান (ডায়না) রেজিস্ট্রেশন নাম্বার বগুড়া ন- ১১ ১৭৮৯ মহাসড়কের উল্লেখিত এলাকায় টানিং নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর উপর তুলে দিয়ে উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে পথচারী কলেজ ছাত্র ফরিদ মিয়া ও হানিফ গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় ফরিদ মিয়া ও হানিফকে উদ্বার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর হানিফ মিয়াকে আশংকাজনক অবস্হায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার্ড করেন।
কভার ভ্যানের চালক ও হেলপার পালিয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মাইনুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন মরদেহ ও গাড়িটি তাদের হেফাজতে রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd