সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় অবৈধ পন্য জব্দ

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় অবৈধ পন্য জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযানে সতেরো লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী, কয়লা, শুটকী, ক্রীম, মোটর সাইকেল, গরু, চিনি এবং অটোবাইক জব্দ করেছে ২৮- বিজিবি টহল দল।

জানা যায়, নারায়নতলা বিওপির টহল দল ০৫ এপ্রিল বুধবার সুনামগঞ্জের সদর উপজেলাধীন জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম থেকে ২২৬ পিস ভারতীয় শাড়ী, ০২টি প্লাটিনা (১০০সিসি) মোটর সাইকেল, টেকেরঘাট বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট থেকে ১,৪০০ কেজি ভারতীয় কয়লা, লাউরগড় বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের শাহ আরেফিন নামক স্থান হতে ৬৫০ কেজি ভারতীয় কয়লা, চিনাউড়া বিওপির টহল দল সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচড় ইউনিয়নের ইসলামপুর নামক থেকে ৪৬ বোতল ভারতীয় মদ, নারায়নতলা বিওপির টহল দল সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের বাচ্ছুটিলা থেকে ৫৫ কেজি ভারতীয় চিংড়ী শুটকী, ৪৫০পিস ভারতীয় স্পোর্টসবার ক্রিম, টেকেরঘাট বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক স্থান হতে ১০০ কেজি ভারতীয় কয়লা এবং ০১টি প্লাটিনা ১০০সিসি মোটর সাইকেল জব্দ করে। বিরেন্দ্রনগর বিওপির টহল দল ০৬ এপ্রিল বৃহস্পতিবার তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রংগাছড়া নামক স্থান হতে ২৫ বোতল ভারতীয় মদ, চারাগাঁও বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের মাইজহাটি নামক স্থান হতে ০১টি ভারতীয় গরু, চিনাউড়া বিওপির টহল দল সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচড় ইউনিয়নের চিনাউড়া নামক স্থান হতে ৪০০ কেজি ভারতীয় চিনি, ডুলুরা বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৫৮০ কেজি ভারতীয় চিনি এবং ০১টি বাংলাদেশী অটোবাইক, মাছিমপুর বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ১২৫ কেজি ভারতীয় চিনি জব্দ করে । জব্দকৃত এসব পন্যের সর্বমোট মূল্য-১৭ লক্ষ ৩৪ হাজার, ১০০ টাকা।

জেলার ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো, মাহবুবুর রহমান পিবিজিএম জানান, আটককৃত ভারতীয় শাড়ী, কয়লা, শুটকী, ক্রীম, মোটর সাইকেল, গরু, চিনি এবং অটোবাইক শুল্ক কার্যালয় ও ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..