সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৩
দোয়ারাবাজার সংবাদদাতা: অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হওয়া প্রায় এক কোটি টাকার উন্নয়ন প্রকল্প এখন হুমকির মুখে পড়েছে। দোয়ারাবাজার উপজেলার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর সাব- প্রজেক্ট লিঃ নামে এলজিইডি কর্তৃক বরাদ্ধকৃত উপ-প্রকল্পটির এমন অবস্থা।
কমিটির কার্যক্রমে স্থবিরতা, প্রকৃত উপকারভোগীদের সদস্য না করাসহ নানা অভিযোগ প্রকল্প সভাপতি রাকিব আলী ও সাধারণ শামসুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে নিবাহী প্রকৌশলী এলজিইডি সুনামগঞ্জের একটি লিখিত অভিযোগ করেন স্থানীয় কৃষক আছদর আলী।
অভিযোগে উল্লেখ করেন তিনি- প্রতিবছরের ন্যায় এবার জমি চাষ করার জন্য প্রস্তুতি নিলে ও মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায় যে মেইন পাইপ লাইনটি বিচ্ছিন্ন ও ব্লক অবস্থায় আছে। মেইন পাইপ লাইনটি বিচ্ছিন্নের কারন জানতে মঙ্গলপুর সাব-প্রজেক্ট (পাবসস) লিঃ এর কর্তৃপক্ষের কাছে গেলে এর কোন সদোত্তর পাওয়া যায়নি। এমনকি নতুন সদস্য হতে চাইলে কর্তৃপক্ষ নতুন সদস্য করতে দ্বিমত পোষণ করেন। এতে তাহাদের ব্যাক্তি স্বার্থ হাসিলেরসহ গরীব মেহনতী ও মধ্যবৃত্ত কৃষকদের প্রায় ২০০ (দুইশত) একর জমি পতিত থাকিবে বলে অভিযোগ করেন।
অভিযোগে বিষয়ে জানতে চাইলে প্রকল্প সভাপতি রাকিব আলী ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম অনিয়মের বিষয় অস্বীকার করে জানান- লাইনটি বিচ্ছিন্ন ও ব্লকের বিষয় জেলা অফিসকে অবগত করা হয়েছে ঠিক করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
সুনামগঞ্জ জেলা এলজিইডি নিবাহী প্রকৌশলী মাহব্বু আলম বিষয় নিশ্চিত করে বলেন- বিষয়টি তদন্তাধীন আছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd